অফিসঃ +8801538030360 || কারিগরি আইসিটি বাংলাদেশ কর্তৃক অনুমোদিত , প্রতিষ্ঠান কোডঃ ৬৫৯৪৪ (65944) scpinet@gmail.com

Computer Hardware Software কাকে বলে বা কী?

উত্তরঃ কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটার যন্ত্রাংশসামগ্রী হল কম্পিউটারের সেইসব অংশ যেগুলো স্পর্শ করা যায় ও দেখা যায় যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সিডি, ডিভিডি, ইত্যাদি। কম্পিউটার যন্ত্রাংশসামগ্রীর বিভিন্ন প্রকার যন্ত্রাংশ দিয়ে একটি ব্যক্তিগত কম্পিউটার তৈরি হয়।

 

হার্ডওয়্যার (Hardware): কম্পিউটারের বাহ্যিক আকৃতি সম্পন্ন সকল যন্ত্র, যন্ত্রাংশ ও ডিভাইসসমূহকে হার্ডওয়্যার বলে। কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে তিনভাগে ভাগ করা যায়। যথা :

ক. ইনপুট যন্ত্রপাতি: কী-বাের্ড, মাউস, জয়স্টিক, ডিস্ক, স্ক্যানার, কার্ড রিডার, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোফোন, অপটিক্যাল বা আলােকীয় বর্ণ রিডার, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট ইত্যাদি।

খ. সিস্টেম ইউনিট (System Unit): সিপিইউ বা মাইক্রোপ্রসেসর, র‍্যাম, হার্ডডিস্ক, ফ্লোপি ডিস্ক, মাদারবাের্ড, পাওয়ার সাপ্লাই, ভিজিএ/এজিপি কার্ড, নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, সিডিরম ড্রাইভ, কনসােল ইত্যাদি।

গ. আউটপুট যন্ত্রপাতি: মনিটর, প্রিন্টার, প্লেটার, মাইক্রোফিল্ম , ডিস্ক, স্পিকার ইত্যাদি।

Computer Hardware Software

 

সাধারণ নির্দেশ দেয়ার যন্ত্রকৌশল

মাউস

        • অপটিক্যাল মাউস
        • তারহীন মাউস
        • যান্ত্রিক মাউস

কিবোর্ড ও মাউস (সংযোগ ভিত্তিতে)

      • পিএস/২
      • ইউএসবি
      • ব্লুটুথ

বিস্তারিত..

আমাদের প্রতিষ্ঠানে চলমান কোর্সগুলোর মধ্যে কয়েকটি জনপ্রিয় কোর্সে ছাড়ে ভর্তি চলছে! আমাদের প্রতিষ্ঠানে ফিল্যান্সিং কোর্স করানো হয়, গ্রাফিক্স ডিজাইনের উপর ফিল্যান্সিং করানো হয়। এবং শতভাগ সফলতার সকল কোর্স গুলো আমাদের প্রতিষ্ঠানে চলমান রয়েছে। আপনি যদি দক্ষ ফিল্যান্সার হতে চান তাহলে আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্স করতে পারেন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন – ০১৬২১-১৭৪১৮৮ । ঠিকানাঃ নগর ভাদগ্রাম বাজার, মির্জাপুর, টাঙ্গাইল।

MD. FARZUL MIAH (মোঃ ফারজুল মিয়া)

Admin -SCPIBD, SCIENCE COMPUTER PROSHIKKHON INSTITUTE

scpibd & Science Computer Banner