অফিসঃ +8801538030360 || কারিগরি আইসিটি বাংলাদেশ কর্তৃক অনুমোদিত , প্রতিষ্ঠান কোডঃ ৬৫৯৪৪ (65944) scpinet@gmail.com

পরীক্ষা পদ্ধতি Exam System

প্রতিটি প্রোগ্রাম ৩/৬ মাস কোর্সে মোট ৫০০ নম্বরে বোর্ড কর্তৃক পরীক্ষা Exam নেওয়া হবে। চূড়ান্ত পরীক্ষার পূর্বে প্রশিক্ষণার্থীকে প্রতিষ্ঠানের সমস্ত পাওনা পরিশোধ করতে হবে। পরীক্ষার পূর্বে অফিস হতে Admit Card/ প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ম্যাজিস্টেট/পুলিশ এর উপস্থিতিতে বোর্ড কর্তৃক চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষার পূর্বে কিছু শর্ট সাজেশন      বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

সায়েন্স কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন হওয়ার বোর্ড কর্তৃক নোটিশে নিদিষ্ট সময়ে পরীক্ষা Exam অনুষ্ঠিত হয়। প্রতি বছর আমাদের প্রতিষ্ঠানে বৎসরিক ভাবে ০২ (দুইটি) পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার একটি জুন এ এবং দ্বিতীয়টি ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। 

 

SCIENCE COMPUTER PROSHIKKHON INSTITUTE,  NAGAR VATGRAM BAZAR, MIRZAPUR, TANGAIL. 

G-MAIL : scpinet@gmail.com     OR     scpinet@yahoo.com     OR     scpinet@outlook.com 

 

আমাদের প্রতিষ্ঠানের পরীক্ষা ভেনু – আলহাজ শাফিউদ্দিন একাব্বর হোসেন টেকনিক্যাল স্কল এন্ড কলেজ,

মির্জাপুর, টাঙ্গাইল।

 

(Exam) || জনপ্রিয় কোর্স সমূহঃ-

১। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশণ।
২। ডাটাবেজ প্রোগ্রামিং।
৩। কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফট্ওয়্যার।
৪। গ্রাফিক্ষ ডিজাইন।
৫। ওয়েব ডিজাইন।
৬। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টণ
৭। ডিজিটাল মার্কেটিং।
৮। এসইও (ই-কমার্স)।

 

আামদের বৈশিষ্ট্য সমূহঃ-

১। অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস পরিচালনা।
২। মেয়েদের জন্য পৃথক ব্যাচ।
৩। প্রত্যেকের জন্য একটি করে কম্পিউটার।
৪। সার্বক্ষনিক বৈদ্যুতিক ব্যবস্থা।
৫। ব্যবহারিকের পূর্বের সাধারন জ্ঞান প্রদান।
৬। প্রতিটি প্রোগ্রামের ক্লাস পরিক্ষা।
৭। প্রতিটি প্রোগ্রামের শুরুতেই নোট,বই,সিডি প্রাদান।
৮। সপ্তাহে সরকারি বন্ধ এবং শুক্রবার ব্যাতিত প্রতিদিন ক্লাস।
৯। কোর্স শেষে সরকারি সনদপত্র প্রদান করা হয়।
ঠিকানাঃ নগর ভাদগ্রাম বাজার, মির্জাপুর, টাঙ্গাইল।

 

 

আবেদন Apply সম্পর্কেঃ

 

 

যোগাযোগ করুনঃ  (অফিস)   ||    (এডমিন)