অফিসঃ +8801538030360 || কারিগরি আইসিটি বাংলাদেশ কর্তৃক অনুমোদিত , প্রতিষ্ঠান কোডঃ ৬৫৯৪৪ (65944) scpinet@gmail.com

ফলাফল প্রকাশের result-post

 

ফলাফল প্রকাশের (result-post) জন্য প্রশিক্ষণের প্যাক্টিকাল পরীক্ষা, টিউটোরিয়াল পরীক্ষ, কুইজ পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা, উপস্থিতি, আচার-আচরণ ইত্যাদির নম্বর অনলাইনে প্রেরণ করে গ্রেডিং এর মাধ্যমে বোর্ড কর্তৃক ফলাফল প্রকাশ করবে। ফলাফল দেখার জন্য ক্লিক করুন   একক ফলাফল দেখতে ক্লিক করুন   বাকাশিবো 

by- result-post

ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের জন্য তথ্যঃ

  • ভর্তির সময় অথবা ০৭ দিনের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, পিএসসি/জেএসসি/এসএসসি পরীক্ষার সনদপত্র ফটোকপি জমা দিতে হবে।
  • ভর্তির পর কোন শিক্ষার্থী স্বেচ্ছায় কোর্স করতে না চাইলে সম্পূর্ণ টাকা দিতে আইনতঃ বাধ্য থাকবে এবং প্রতিষ্ঠানের দেওয়া টাকা কোন ক্রমেই ফেরৎ দেওয়া হবে না।
  • কোন শিক্ষার্থী কোর্সে পরিবর্তন করতে চাইলে ভর্তি হওয়ার ১ (এক) মাসের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অথবা অফিসে যোগাযোগ করতে হবে অন্যথায় কোর্স পরিবর্তন করা যাবে না।
  • প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই টেস্ট পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • যদি কোন ছাত্র/ছাত্রী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে বোর্ড কর্তৃক মূল সনদ পত্র দেওয়া হবে না।  চূড়ান্ত পরীক্ষার পূর্বে সম্পূর্ণ বকেয়া টাকা পরিশোধ করতে হবে।
  • চূড়ান্ত পরীক্ষার ফলাফল ইন্টারনেটে Science Computer Result OR Click Now Science Computer Result অথবা www.bteb.gov.bd
  • রেজিষ্ট্রেশনের পর যদি কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ না করে, তাহলে তাকে রেজিষ্ট্রেশনের সম্পূর্ণ টাকা প্রদান করতে হবে এবং পূর্বের টাকা কোন ক্রমেই ফেরত দেওয়া হবে না।

জনপ্রিয় কোর্স সমূহঃ-

১। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশণ।
২। ডাটাবেজ প্রোগ্রামিং।
৩। কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফট্ওয়্যার।
৪। গ্রাফিক্ষ ডিজাইন।
৫। ওয়েব ডিজাইন।
৬। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টণ
৭। ডিজিটাল মার্কেটিং।
৮। এসইও (ই-কমার্স)।

 

আামদের বৈশিষ্ট্য সমূহঃ-

১। অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস পরিচালনা।
২। মেয়েদের জন্য পৃথক ব্যাচ।
৩। প্রত্যেকের জন্য একটি করে কম্পিউটার।
৪। সার্বক্ষনিক বৈদ্যুতিক ব্যবস্থা।
৫। ব্যবহারিকের পূর্বের সাধারন জ্ঞান প্রদান।
৬। প্রতিটি প্রোগ্রামের ক্লাস পরিক্ষা।
৭। প্রতিটি প্রোগ্রামের শুরুতেই নোট,বই,সিডি প্রাদান।
৮। সপ্তাহে সরকারি বন্ধ এবং শুক্রবার ব্যাতিত প্রতিদিন ক্লাস।
৯। কোর্স শেষে সরকারি সনদপত্র প্রদান করা হয়।
ঠিকানাঃ নগর ভাদগ্রাম বাজার, মির্জাপুর, টাঙ্গাইল।

 

 

আবেদন Apply সম্পর্কেঃ

 

 

যোগাযোগ করুনঃ  (অফিস)   ||    (এডমিন)